প্রকৃতি শরতের সাজে সেজে জানান দিচ্ছে পূজা আসন্ন। উৎসবকে রাঙাতে তাই ফ্যাশনহাউসগুলোও জোরকদমে মাঠে নেমেছে। থিমনির্ভর পোশাক থেকে শুরু করে সমসাময়িক ট্রেন্ড, নকশা এবং বাঙালি ঐতিহ্যের ছোঁয়া থাকছে এবারের পূজা–সংগ্রহে।
হাল ফ্যাশন ডেস্ক
আসন্ন পূজা উপলক্ষে সময় উপযোগী ও ঐতিহ্যবাহী পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউজ। বরাবরই সমসাময়িক ট্রেন্ডের নকশাকে প্রাধান্য দিয়ে কাজ করে ব্র্যান্ডটি। ‘উৎসবের বর্ণিল রঙের সাজ ও ঐতিহ্যের মিশ্রণ’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে এ বছর তাদের পূজা-সংগ্রহ তৈরি করা হয়েছে।
মহালয়ার সকাল থেকে দশমী পর্যন্ত সব বয়সী মানুষের জন্য দিনভেদে এই সংগ্রহ সাজানো হয়েছে বলে জানানো হয় ব্র্যান্ডের পক্ষ থেকে। অন্যান্য উৎসবে থাকলেও এ বছরই প্রথমবারের মতো ক্লাবহাউজের পূজা-সংগ্রহে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়ি–সংগ্রহের নাম ‘চিত্রা’। ১৭ সেপ্টেম্বর এবারের পূজা-সংগ্রহ লঞ্চ করা হয় ক্লাবহাউজের বসুন্ধরার আউটলেটে। ‘কাশফুলের গান’ শিরোনামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, জ্যোতিকা জ্যোতি, শহীদুল আলম সাচ্চু ছাড়াও অনেকে। এ ছাড়া ছিলেন ক্লাবহাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন শারদীয় শাড়ি-সংগ্রহে শরতের আকাশের রং আর নীলের শুভ্রতা বিশেষ প্রাধান্য পেয়েছে। পূজা ছাড়াও যেকোনো উৎসব ও আবহাওয়ায় আরামদায়ক আর ব্যবহারোপযোগী এই শাড়ি।
শাড়ির পাশাপাশি এ বছর তাদের পূজা-সংগ্রহে আরও রয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতাসংবলিত টি-শার্ট। মেয়েদের জন্য রয়েছে এথনিক টপ, থ্রি-পিছ, স্যুট ও মাতৃত্বকালীন পোশাকের সংগ্রহ। বরাবরের মতো থাকছে ছেলেদের মানানসই পাঞ্জাবির কালেকশন। এ সবকিছুই পাওয়া যাবে ক্লাবহাউসের সব শোরুম ও অনলাইনে।
ছবি: ক্লাবহাউজ