কো-অর্ড সেট
কো-অর্ড সেট শুধু মাত্র মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট নয়
এটি এমন একটি পোশাক, যা একই রং এবং প্রিন্টের কাপড় দিয়ে তৈরি। ম্যাচিং আপার ও বটমের সমন্বয়। মুলত কো-অর্ডের সেট একসঙ্গে পরার জন্যই ডিজাইন করা হয়। তাতে সুবিধে হলো কালার ম্যাচিং বা স্টাইল এর জন্য আলাদা করে চিন্তা করতে হয় না। এ বছর পোশাকের ফ্যাশনধারায় জনপ্রিয় এক স্টাইল ছিলো কো-অর্ড সেট বা কো-অর্ডিনেট সেট। সামার ফ্যাশনে এর জনপ্রিয়তা থাকলেও শীত ফ্যাশন ধারায় হারিয়ে ফেললে চলবে না। এবং সেটা ছেলেদের ফ্যাশনে আসলে আসবে নতুনত্ব।
0 comments