বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৭ থেকে বর্তমানে লেভেল ৮, ব্লক-এ তে স্থানান্তর করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউস। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবহাউস ও ডেকো ইশো গ্রুপের চেয়ারম্যান শহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মাইমুনা শহিদ, ব্যবস্থাপনা পরিচালক রাইয়ানা হোসেন ও পরিচালক প্রত্যয় হোসেন। এ ছাড়া আসা ক্রেতারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্লাবহাউসের মূল লক্ষ্য হলো বাংলাদেশি সাংস্কৃতিক নকশার সঙ্গে বৈশ্বিক ফ্যাশনকে একত্র করা। ২০১৮ সাল থেকে ব্র্যান্ডটি ফ্যাশন এবং লাইফস্টাইলের অগ্রভাগে রয়েছে। ফ্যাশনিস্তা ক্রেতাদের জন্য নতুন ও ট্রেন্ডি পোশাক তৈরি করাই তাদের লক্ষ্য। পোশাক ও ডিজাইনে নতুনত্ব আর বিভিন্ন থিম নিয়ে কাজ করায় ক্লাবহাউস ফ্যাশনপ্রিয়দের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ক্রেতাদের চাহিদাও অনেক।
বরাবরের মতোই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ক্রেতাদের ভিড় বেশি আর চাহিদাও অনেক। প্রায় ৪০০০ স্কয়ার ফিটের এই আউটলেটে পাওয়া যাচ্ছে নারী, পুরুষ, শিশু, নবজাতক ও অন্তঃসত্ত্বা মায়েদের পোশাক, ব্যাগ, জুতা ও অন্যান্য আনুষঙ্গিক পণ্য।
ছবি: ক্লাবহাউস Klubhaus www.haal.fashion
https://www.haal.fashion/arrangement/event/rxmhl1y6yb
0 comments