পূজায় এবার ক্লাবহাউসের শাড়ি (প্রথম আলো)

প্রথমবারের মতো শাড়ি সংগ্রহ লঞ্চ করেছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউস। পূজা উপলক্ষে এই শাড়ি আনা হলেও পরা যাবে যেকোনো সময় যেকোনো উৎসবে।

 

 

ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউস শুরু থেকে নানা নিরীক্ষা করে আসছে। এমনকি তারা বিভিন্ন সময়ে শাড়িপ্রাণিত প্যান্টও এনেছে। কিন্তু শাড়ি কখনোই ছিল না তাদের সংগ্রহে। কিংবা বলা যেতে পারে শাড়ি সংগ্রহ তারা করেনি কখনো। তবে এবার প্রথমবারের মতো শাড়ি সংগ্রহ নিয়েছে শরতের উৎসবমুখরতাকে বাড়িয়ে দিতে।

 

 

ক্লাবহাউসের শাড়ির এই শরত সংগ্রহ বলা যেতে পারে সীমিত সংখ্যার। বেশির ভাগ শাড়িতে যেন উপস্থিত কাশের শুভ্রতা। অবশ্য এর সঙ্গে যোগ হয়েছে অন্যান্য রং—আকাশি, হলুদ, কালো ইত্যাদি।

 

সব শাড়িই সিঙ্গল জর্জেটের। প্রতিটি শাড়ির জমিনে ডিজিটাল প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী নকশা।

 

এসব শাড়ি এ আবহাওয়ায় মানানসই। আরামদায়ক আর ব্যবহার উপযোগীও। কারণ শরতের আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ালেও ভ্যাপসা গরম যেমন থাকে, তেমনি মাঝেমধ্যে বৃষ্টিও মন খারাপের কারণ হয়। এমন পরিস্থিতিতে এ শাড়ি উৎসবের আনন্দকে ম্লান করবে না।

আর পূজা উপলক্ষে এই শাড়ি সংগ্রহ লঞ্চ করা হলেও পরা যাবে যেকোনো উৎসব ও উপলক্ষে।

ছবি: ক্লাবহাউস

Source:https://www.prothomalo.com/haal-khobor/j6djz9cnpn

0 comments

Leave a comment

Please note, comments need to be approved before they are published.