পূজার কালেকশন নিয়ে ক্লাবহাউস (প্রতিদিনের বাংলাদেশ)

পূজার কালেকশন নিয়ে ক্লাবহাউস (প্রতিদিনের বাংলাদেশ)
পূজা মানে রঙিন কাপড়, নতুন সাজ। এই বর্ণিল দুর্গোৎসবে ঐতিহ্যবাহী ও সময় উপযোগী পোশাকের কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউস।
গত শনিবার ঢাকের তালে তালে শাড়ি কালেকশনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে তাদের বসুন্ধারা আউটলেটে ‘কাশফুলের গান’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবহাউস। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, জ্যোতিকা জ্যোতি, শহীদুল আলম সাচ্চু ছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবহাউসের শাড়ির কালেকশনে ফুটে উঠেছে শরতের আকাশের রং আর নীলের শুভ্রতা। বেশির ভাগ শাড়িতে যেন ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য। সেই সঙ্গে রয়েছে আকাশি, হলুদ এবং কালো রঙের মিশ্রণ।
শাড়িগুলো সিঙ্গল জর্জেটের। প্রতিটি শাড়ির জমিনে ডিজিটাল প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী নকশা। এসব শাড়ি যেকোনো আবহাওয়ায় মানানসই, আরামদায়ক আর ব্যবহার উপযোগীও। পূজা উপলক্ষে এই শাড়ি আনা হলেও ব্যবহার করা যাবে যেকোনো সময়, যেকোনো উৎসবে।
শাড়ি ছাড়াও ক্লাবহাউসের পূজা কালেকশনে রয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলের পূজারিণী কবিতায় সাজানো টি-শার্ট। মেয়েদের জন্য এথনিক টপ, থ্রি পিস্ স্যুট ও ম্যাটারনিটি কালেকশন। ছেলেদের জন্য পাঞ্জাবি ও ছোট ছেলে-মেয়েদের জন্য মানানসই পূজা কালেকশন। এই পূজা কালেকশন পাওয়া যাবে ক্লাবহাউসের সব আউটলেটে এবং অনলাইনে। 

Leave a comment

Please note, comments must be approved before they are published

My Account

My Account

My Account

Shopping bag

loading
loading
TOP
svg-injector