বসুন্ধরা সিটিতে বড় পরিসরে ক্লাবহাউস (ইনডিপেনডেন্ট টেলিভিশন) Independent Television

বসুন্ধরা সিটিতে বড় পরিসরে ক্লাবহাউস (ইনডিপেনডেন্ট টেলিভিশন) Independent Television

নতুন রূপে আরও বড় পরিসরে বসুন্ধরা সিটিতে পুনরায় উদ্বোধন হলো ক্লাবহাউস। শপিং কমপ্লেক্সটির লেভেল ৭ থেকে বর্তমানে লেভেল ৮-এ স্থানতরিত হয়েছে শোরুমটি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবহাউস ও ডেকো ইশো গ্রুপের চেয়ারম্যান শহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মাইমুনা শহিদ, ব্যবস্থাপনা পরিচালক রাইয়ানা হোসেন এবং পরিচালক প্রত্যয় হোসেন।

সবার জন্য রয়েছে পোশাকের সম্ভার।সবার জন্য রয়েছে পোশাকের সম্ভার। ছবি: ক্লাবহাউস

এ সময় অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবহাউসের মূল লক্ষ্য বাংলাদেশি সাংস্কৃতিক নকশার সঙ্গে বৈশ্বিক ফ্যাশনকে একত্রিত করা। ২০১৮ সাল থেকে ব্র্যান্ডটি ফ্যাশন ও লাইফস্টাইলের অগ্রভাগে রয়েছে। ক্লাবহাউস সব সময়ই ক্রেতা ও ফ্যাশনিস্তাদের জন্য নতুন ও ট্রেন্ডি পোশাক নিয়ে হাজির হয়। পোশাক ও ডিজাইনে নতুনত্ব ও বিভিন্ন থিম নিয়ে কাজ করায় এটি ফ্যাশনপ্রিয়দের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ক্রেতাদের মাঝে চাহিদাও অনেক।

পশ্চিমা ডিজাইন সঙ্গে মিল রয়েছে তাদের পোশাকের।পশ্চিমা ডিজাইন সঙ্গে মিল রয়েছে তাদের পোশাকের। ছবি: ক্লাবহাউস

বরাবরের মতোই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ক্রেতাদের ভিড় বেশি, আর চাহিদাও অনেক। প্রায় চার হাজার বর্গফুটের এই আউটলেটে পাওয়া যাচ্ছে নারী, পুরুষ, শিশু, নবজাতক ও অন্তঃসত্ত্বা মায়েদের পোশাক, ব্যাগ, জুতা ও অন্যান্য আনুষঙ্গিক পণ্য।

 

 

ছবি: ক্লাবহাউস (Klubhaus bd news)

Sourcehttps://www.itvbd.com/lifestyle/fashion/130056/বসুন্ধরা-সিটিতে-বড়-পরিসরে-ক্লাবহাউস

0 comments

Leave a comment

Please note, comments need to be approved before they are published.