শরতের পোশাকগুলো যেমন হতে পারে(প্রথম আলো)

শরতের পোশাকগুলো যেমন হতে পারে(প্রথম আলো)
সাদা আর নীল—এ দুটি রংই যেন মনে করিয়ে দেয় শরতের কথা
সাদা আর নীল—এ দুটি রংই যেন মনে করিয়ে দেয় শরতের কথামডেল: মাহেলেকা, মাসিয়াত ও ইমন; পোশাক: ড্রেসিডেল, ক্লাব হাউজ ও লা রিভ; সাজ: পারসোনা, ছবি: সুমন ইউসুফ

ওপরে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা, নিচে নদীপাড়ে, বিস্তীর্ণ মাঠে কাশফুলের সাদা। কয়েক দিন পর যোগ হবে শিউলি ফুলের সাদা–কমলা। শরতের রং বলতে এগুলোই চোখের সামনে ভাসে। এ সময়ের পোশাকগুলো যেন প্রকৃতির রঙেই সেজে ওঠে। বর্ষার মতো শরৎকালের পোশাকেও তাই ফুটে ওঠে নীল, সঙ্গে থাকে সাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেওয়ার জন্য অনেকেই ছুটে যাবেন কাশবনের মাঝে। পরনে থাকবে শরতের রং আর নকশা। তালপাকা গরমের মধ্যেও বৃষ্টি নেমে যায় ঝুম করে। কিছুক্ষণ স্বস্তি, এরপর আবার সেই গরম। আবহাওয়া যখন এমন, পোশাকটাও হওয়া চাই সে অনুযায়ী। সাজেও আনতে পারেন মৌসুম উপযোগী ধারা।

শরতের আবহে মানিয়ে যাবে নীল রঙের এমন কো–অর্ড। চোখেও থাকতে পারে 
নীল কাজল।
শরতের আবহে মানিয়ে যাবে নীল রঙের এমন কো–অর্ড। চোখেও থাকতে পারে নীল কাজল।পোশাক: গো দেশী
গাঢ় নীল শার্ট আর সাদা প্যান্টে স্মার্ট শরৎ। নীল রঙের ম্যাক্সিতে ফুলেল নকশা।
গাঢ় নীল শার্ট আর সাদা প্যান্টে স্মার্ট শরৎ। নীল রঙের ম্যাক্সিতে ফুলেল নকশা।পোশাক: যাত্রা ও লারিভ
সাদার ওপর গাঢ় নীলের ছোঁয়া।
সাদার ওপর গাঢ় নীলের ছোঁয়া।পোশাক: গো দেশী
পোশাকের কাট আর স্টাইলেও থাকতে পারে ভিন্নতা।
পোশাকের কাট আর স্টাইলেও থাকতে পারে ভিন্নতা।পোশাক: লা রিভ ও যাত্রা

ছবি: ক্লাবহাউস (Klubhaus bd news)

Source:https://www.prothomalo.com/lifestyle/fashion/শরতের-পোশাকগুলো-যেমন-হতে-পারে


Leave a comment

Please note, comments must be approved before they are published

My Account

My Account

My Account

Shopping bag

loading
loading
TOP
svg-injector