মেয়েদের ঈদপোশাকে এবার শীর্ষে রয়েছে সালোয়ার–কামিজ। কাটছাঁটে মোটাদাগে নতুন কিছু যোগ হয়নি। হালকা ও গাঢ়—দুই রঙের ব্যবহারই দেখা গেছে। সব ধরনের পোশাকেই প্রাধান্য পেয়েছে ফুলেল নকশা। খাড়ির কাজ, জারদৌসি, এমব্রয়ডারি আর কারচুপির কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এসব নকশা। চলুন দেখা যাক কয়েকটি ফ্যাশন হাউসের নির্বাচিত কিছু ঈদসংগ্রহ।
১ / ৯

হাতে বোনা মসলিন কাপড়ে তৈরি কামিজ। ম্যাজেন্টা পোশাকটিতে একই রঙের সুতায় হাতের কাজ করা হয়েছে। কলারের ভাঁজে আছে গ্লিটারের নকশা।মডেল: সারিকা সাবা, সাজ: অরা বিউটি লাউঞ্জ, পোশাক: শেষের কবিতা, ছবি: সুমন ইউসুফ
২ / ৯
মিক্সড সুতির কাপড়ে তৈরি কুর্তি। রং ও নকশা—দুটোই গরমে আরাম দেবে। গলার পাশে হালকা সুতার নকশা।মডেল: মাশিয়াত, সাজ: পারসোনা, পোশাক: গো দেশি, ছবি: কবির হোসেন
৩ / ৯
ক্রেপ কাপড়ের লং গাউনের ওপর সাদা কাপড়ের শর্ট কোটি। কালো সুতার ফুলেল নকশায় কোটিটি গাউনে এনেছে জমকালো আবহ।মডেল: আফসানা, পোশাক: ক্লাবহাউস, ছবি: কবির হোসেন
ছবি: ক্লাবহাউস (Klubhaus bd news) Source:https://www.prothomalo.com/lifestyle/fashion/1jrpyprznq
0 comments